Subscribe now offical teligram channel 👉 join Now!
নোটিশ
🌍আমাদের লক্ষ্য আপনাকে সঠিক তথ্য প্রদান করা: আমরা নিশ্চিত করি যে আমাদের সকল তথ্য সঠিক, সহজ স্পষ্ট ভাবে বোঝানো হয়। তাই চোখ রাখুন আমাদের SHANKAR™ পেজটিতে। Stay updated with the latest news and announcements.📢

GOOD NEWS :- Indian Post GDS Recruitment 2024 | মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ হচ্ছে দেখে নাও এক নজরে✍️🗒️

#GDS #DAK SEVAK #INDIAN POST GDS RECRUITMENT 2024 #2024 Chakri #চাকরির খবর #চাকরি ২০২৪

কি একজন মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থী? মাধ্যমিক পাশে ভালো সরকারি চাকরি খুঁজছেন? তাহলে, আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য। কেন্দ্রীয় সরকার মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করছে। প্রায় 40 হাজারেরও বেশি শূন্যপদে কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি পোস্ট অফিসে এই গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। 


 শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ এবং মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে। 
সেইজন্য আবার তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে গ্রামীণ ডাক সেবক । 
গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024
Employment No.— 17-03/2024-GDS dated 12.07.2024

পদের নাম— গ্রামীণ ডাক সেবক (GDS), Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM)
মোট শূন্যপদ— ৪৪, ২২৮ টি।
 Education qualification :- 

মূলত তিন ধরণের এই শূন্যপদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো সরকারি অথবা সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা রাখতে হবে। পাশাপাশি আগ্রহী প্রার্থীর বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রার্থীকে সাইকেল চালানো জানতে হবে।West Bengal GDS Recruitment 2024
গ্রামীণ ডাক সেবক মাসিক বেতন— Branch Postmaster পদের মাসিক বেতন হল ১২,০০০/- টাকা থেকে ২৯,৩৮০/- টাকা। Assistant Branch Postmaster এবং Gramin Dak Sevak পদের মাসিক বেতন হল ১০,০০০/- টাকা থেকে ২৪,৪৭০/- টাকা।

বয়সসীমা :- 
প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর বয়সের ছাড় থাকবে।

APPLICATION LAST DATE:- 👇

West Bengal GDS Application Process 2024
আবেদন পদ্ধতি— আগ্রহী আবেদনকারীদের প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আধার নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সাবমিট করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী ফরম্যাটে সাম্প্রতিক রঙিন ছবি এবং নিজের সাক্ষর আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড হওয়ার পর আবেদন ফি জমা করে শূন্যপদ ভিত্তিক সার্কেল নির্বাচন করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

Application Fees :- 
আবেদন ফি— তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী, মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থী বাদে বাকি সমস্ত প্রার্থীদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

OFFICIAL NOTIFICATION :- DOWNLOAD 

OFFICIAL WEBSITE :- APPLY NOW


About the Author

Hello friends, welcome to "Your Information". I have created this page for your convenience, my aim is to make it easy to understand, and I want every person who is interested in technology to be able to understand it in the simplest poss…

Post a Comment

THANKS FOR CONNECTING ...✨✌️
Post a Comment
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.