ঠিক হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন । WB FOOD SUPPLY DEPARTMENT 2024 - পশ্চিমবঙ্গের সকল চাকরি পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় সুখবর। FOOD SUPPLY DEPARTMENT আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে । কীভাবে আবেদন করবেন সমস্ত প্রক্রিয়া জেনে নিন। আর আবেদন করে নিন।।
WB FOOD SUPPLY WORKERS RECRUITMENT 2024
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন এলাকার এবার নিয়োগ হতে চলেছে কর্মী নিয়োগ । আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা আরো নানান গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত নিম্নে আলোচনা করা হয়েছে ..🔍
>পদের নাম :- Project Manager, Data analytics, Developer , IT support personnel.. এই সমস্ত পদ গুলিতে অপনার আবেদন করতে পারবেন।
> শিক্ষাগত যোগ্যতা :- আগ্রহী আবেদনকারীকে যে কোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তাছাড়া বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করার হবে। প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা বিষয়ে জানার জন্য অফিশিয়াল নোটিশটি মনোযোগ সহকারে দেখুন।
>বয়সসীমা :- এই পদ গুলিতে বয়সসীমার ব্যাপারে কিছু উল্লেখ করা হয় নি । কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ১৮ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারেন।
> আবেদন পদ্ধতি :- সকল আগ্রহী প্রার্থীদের নিজের নাম নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অর্থাৎ আপনি নিজের ফোনের মাধ্যমেও করতে পারেন। এই প্রতিবেদনের নীচে APPLY NOW অপশন দেওয়া হয়েছে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন।
> আবেদনের শেষ তারিখ :- আবেদনকারীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ।
> নির্বাচন প্রক্রিয়া :- প্রার্থীদের বিভিন্ন পরীক্ষায় সুরক্ষিত নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। মাধ্যমিক পরীক্ষা (ওজন-10), উচ্চ মাধ্যমিক পরীক্ষা (ওজন-20) এবং B.E/B.Tech/M.Tech/M.Sc in Computer Science/IT বা MCA(ওয়েটেজ-20) অর্থাৎ। মোট 50 নম্বরের মধ্যে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত কাম কোডিং পরীক্ষা (90 নম্বর) এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের (10 নম্বর) জন্য ডাকা হবে। চূড়ান্ত নির্বাচন লিখিত কাম কোডিং পরীক্ষা এবং সাক্ষাত্কারে সম্মিলিত পারফরম্যান্সের উপর ভিত্তি করে করা হবে ।
Interview document required : - নথিপত্র অনলাইনে জমা দেওয়া ছাড়াও লিখিত কাম কোডিং পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের, নিম্নলিখিত নথিগুলি মূল এবং স্ব-প্রত্যয়িত ফটোকপিতে আনতে হবে।
(1) জন্ম শংসাপত্র বা মাধ্যমিক বোর্ডের প্রবেশপত্র, (ii) ভোটার কার্ড/পাসপোর্ট/আধার কার্ড, (iii) এর মার্ক শীট
শিক্ষাগত যোগ্যতা এবং (iv) কাজের অভিজ্ঞতার শংসাপত্র।