পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ হতে চলেছে স্টেশন মাস্টার , টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার ও ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৮১১৩ শূন্যপদে এই নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে Railway NTPC পরীক্ষার মাধ্যমে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা আরো নানান গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত নিম্নে আলোচনা করা হয়েছে ..🔍
SHANKAR ™ অনুযায়ী পদের নামগুলো নীচে আলোচনা করা হলো :- 👇
১
পদের নাম | স্টেশন মাস্টার। |
বেতন | কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৪০০/- টাকা। |
মোট শূন্যপদ | ৯৯৪ টি। |
২
পদের নাম | চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার |
বেতন | কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৪০০/- টাকা। |
মোট শূন্যপদ | ১৭৩৬ টি। |
৩
পদের নাম | গুডস ট্রেন ম্যানেজার। |
বেতন | কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৯,২০০/- টাকা। |
মোট শূন্য পদ | ৩১৪৪ টি। |
৪
পদের নাম | জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। |
বেতন | বেতন প্রতিমাসে ২৯,২০০/- টাকা।
|
মোট শূন্যপদ | ১৫০৭ টি। |
৫
পদের নাম:- | সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। |
বেতন | প্রতিমাসে বেতন ২৯,২০০/- টাকা। |
শূন্য পদ | ৭৩২ টি।
|
শিক্ষাগত যোগ্যতা:-
আগ্রহী আবেদনকারীকে যে কোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এবং গ্র্যাজুয়েট ও নন -গ্র্যাজুয়েট তাছাড়া বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করার হবে। প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা বিষয়ে জানার জন্য অফিশিয়াল নোটিশটি মনোযোগ সহকারে দেখুন।
বয়স সীমা :-
০১.০১.২০২৫ অনুযায়ী আপনাকে ১৮ থেকে ৩৬ বছর বয়স থাকতে হবে ।
🌟Job recruitment Update 🌟
🔰 _পোস্ট এর নাম:-_ *RRB NTPC NON-GRADUATE POST*
🔰 _মোট শূন্যপদ সংখ্যা:-_ *3,445 টি*
🔰 _আবেদন পদ্ধতি:-_ *online*
🔰 _আবেদনের শুরুর তারিখ:-_ 21-09-2024
🔰 _আবেদনের শেষ তারিখ:-_ 20-10-2024
🔰 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐐𝐮𝐚𝐥𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧:- Probably H.S
🔰 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞:-
• 𝗙𝗼𝗿 𝗚𝗘𝗡/ 𝗨𝗥/ 𝗢𝗕𝗖 𝗖𝗮𝘁𝗲𝗴𝗼𝗿𝘆: 500/-
• 𝗙𝗼𝗿 𝗦𝗖/ 𝗦𝗧/𝗣𝗪𝗗 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀: 250/-
+ 𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗖𝗵𝗮𝗻𝗴𝗲𝘀
আবেদন পদ্ধতি-
আবেদন করতে পারবেন অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে www.rrbapply.gov.in ওয়েবসাইটৈ যেতে হবে।
✓ ফ্রমটি মনোযোগ সহকারে fill up করুন।
✓ ফর্মটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য একটি প্রিন্টআউট নিন ।
প্রয়োজনীয় ডকুমেন্ট :-
- 10th mark sheet
- 12th mark sheet
- Graduation mark sheet
- Caste certificate (if any)
- Passport size photograph
- Email id
- Mobile number
- Signature
রেলওয়ে স্টেশন মাস্টার নিয়োগ 2024 এর জন্য নির্বাচন পদ্ধতি
· অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (পর্যায় 1)
· অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (পর্যায় 2)
· নথি যাচাইকরণ
· মেডিকেল পরীক্ষা
পরীক্ষার সিলেবাস
জেনারেল অ্যাওয়ারনেস | ৪০ |
গণিত | ৩০ |
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং | ৩০ |
মোট নম্বর- | ১০০ |
সময়সীমা- | ৯০ মিনিট
নেগেটিভ মার্কিং- ১/৩ |
আবেদন ফি :-
- আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে। আবেদনকারী প্রথম স্তরের পরীক্ষায় (CBT- 1) অংশগ্রহণ করলে ৪০০ টাকা ফেরত পাবেন।
- তাছাড়াও SC দের জন্য আবেদন ফি বাবদ ২৫০ টাকা জমা করতে হবে । আবেদনকারী প্রথম স্তরের পরীক্ষায় (CBT-অংশগ্রহণ করলে ২৫০ টাকা ফেরত পাবেন।
আবেদনের শেষ তারিখ
ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করা যাবে ১৩ অক্টোবর, ২০২৪ তারিখ অনুযায়ী। অনলাইনে পেমেন্ট করার শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২৪।
✓ আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে আপনি সংশোধন করতে পারবেন । ২৫ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।
RRB WISE NTPC 2024 VACANCIES (Graduate Level)
RRB - Ahmedabad: 516
RRB - Ajmer: 132
RRB - Bengaluru: 496
RRB - Bhopal: 155
RRB - Bhubaneswar: 758
RRB - Bilaspur: 649
RRB - Chandigarh: 410
RRB - Chennai: 436
RRB - Gorakhpur: 129
RRB - Guwahati: 516
RRB - Jammu-Srinagar: 145
RRB - Kolkata: 1382
RRB - Malda: 198
RRB - Mumbai: 827
RRB - Muzaffarpur: 12
RRB - Prayagraj: 227
RRB - Patna: 111
RRB - Ranchi: 322
RRB - Secunderabad: 478
RRB - Siliguri: 40
RRB - Thiruvananthapuram: 174
✓সময় থাকতে আবেদন করুন আমি আশা করছি আপনি খুব সহজ এবং সরল ভাষায় বুঝতে পেরেছেন ধন্যবাান্তে SHANKAR™