নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম ছিল সাধক সারদানন্দ। বারাণসীর কাছে গুহায় তিনি এই নামে থাকতেন।
নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন মহান নেতা। তিনি নিজের সমগ্র জীবন এই সংগ্রামের জন্য উৎসর্গ করেছিলেন।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম:
২৩ জানুয়ারি, ১৮৯৭
নেতাজি সুভাষ চন্দ্র বসু কিছু গুরুত্বপূর্ন তথ্য:-
🔰 নেতাজি সুভাষচন্দ্র বসু : প্রশ্ন ও উত্তর
১. সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায়?
উ) ওড়িশার কটক শহরে।
২. সুভাষচন্দ্র বসু কখন জন্মগ্রহণ করেন?
উ) ২৩ শে জানুয়ারি, ১৮৯৭।
৩. সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি?
উ) জানকীনাথ বসু।
৪. সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি?
উ) প্রভাবতী দেবী
৫.হাটখোলার দত্ত পরিবারের সাথে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক কি ছিল?
উ) হাটখোলার দত্ত পরিবারের কন্যা প্রভাবতী দেবী ছিলেন সুভাষচন্দ্র বসুর মাতা।
৬) জানকীনাথ বসু কোথায় আইন ব্যবসা শুরু করেন?
উ) কটকে।
৭.সুভাষ বসুর পিতা কত সাল থেকে কটকে আইন ব্যবসা শুরু করেন?
উ) ১৮৮৫ সাল।
৮. বসু পরিবারের বাস কোথায় ছিল?
উ) কলকাতার নিকট মহীনগরে।
৯. জানকীনাথ বসু কত সালে ব্যবস্থাপক সভার সদস্য হন?
উ) ১৯১২ সালে।
১০. জানকীনাথ বসু কি কারণে রায়বাহাদুর খেতাব বর্জন করেন?
উ) সরকারী দমন নীতির প্রতিবাদে জানকীনাথ বসু ১৯১২ সালে পাওয়া রায়বাহাদুর খেতাব বর্জন করেন।
১১. সুভাষচন্দ্র বসুর কতজন ভাইবোন ছিল?
উ) ১৪ জন।
১২. সুভাষচন্দ্র বসু তাঁর পিতামাতার কততম সন্তান ছিলেন?
উ) নবম।
১৩.সুভাষচন্দ্র বসু প্রথম ছোটবেলায় কোন বিদ্যালয়ে পড়াশুনা করতেন?
উ) কটকের রাভেনশ কলেজিয়েট স্কুল।
১৪. ছোটবেলায় কোন শিক্ষকের দ্বারা সুভাষচন্দ্র বসু গভীরভাবে অনুপ্রাণিত হন?
উ) বেনীমাধব দাশ
১৫. সুভাষচন্দ্র বসু প্রথম স্কুল কোনটি ছিল?
উ) প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল।
১৬. সুভাষচন্দ্র বসু কত সালে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি হয়েছিলেন?
উ) ১৯০২ সালে।
১৭. সুভাষচন্দ্র বসু প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে কত সাল পর্যন্ত পড়াশুনা করেন?
উ) ১৯০২-১৯০৯ সাল।
১৮. প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলটি কারা পরিচালনা করতেন?
উ) ব্যাপটিস্ট মিশনারি।
১৯. সুভাষচন্দ্র বসু কত সালে ম্যাট্রিক পাশ করেন?
উ) ১৯১১ সালে।
২০. সুভাষ চন্দ্র বসু মাট্রিক পরীক্ষায় কততম স্হান অধিকার করেন?
উ) দ্বিতীয় স্হান।
২১. কলকাতার কোন কলেজে সুভাষচন্দ্র বসু প্রথম ভর্তি হন?
উ) প্রেসিডেন্সি কলেজ।
২৩. কোন কারণে সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়?
উ) প্রফেসর ওটেন সাহেবকে নিগ্রহ করায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করা হয়।
২৪. সুভাষচন্দ্র বসু কত সালে বি.এ। পাশ করেন?
উ) ১৯১৮ সালে।
২৫. সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে বি.এ. পাশ করন?
উ) স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়।
২৬. সুভাষচন্দ্র বসু কোন বিষয় নিয়ে বি.এ.পাশ করেন?
উ) দর্শন।
২৭. সুভাষচন্দ্র বসু কী উদ্দেশ্য নিয়ে বি.এ. পাশ করেন?
উ) সুভাষচন্দ্র বসু আই সি এস পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিলেত যাত্রা করেন।
২৮. সুভাষচন্দ্র বসু কত সালে বিলেত যাত্রা করেন?
উ) ১৯১৯ সালের ৯ সেপ্টেম্বর ।
২৯. সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় কত তম স্থান পায়?
উ) চতুর্থ স্থান।
৩০. সুভাষ চব্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন?
উ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
৩১. হলওয়েল মনুমেন্ট নিয়ে কে আন্দোলন শুরু করেন?
উ) সুভাষচন্দ্র বসু।
৩২.সুভাষচন্দ্র বসু কোনদিনে জন্মগ্রহণ করেন?
উ) শনিবার।
৩৩. শরৎ বসুর স্ত্রীর নাম কি ছিল?
উ) বিভাবতী দেবী।
৩৪. সুভাষচন্দ্র বসু যখন ব্রিটেনে আইসিএস এর জন্য গিয়েছিলেন, তখন তাঁর কোন ভাই সেখানে শিক্ষা গ্রহণ করেন?
উ) সতীশচন্দ্র বসু।
৩৫. কার প্রতিশ্রুতি রাখতে সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষা দিতে মনস্হির করেন?
উ) পিতা জানকীনাথ বসুর প্রতিশ্রুতি রাখতে।
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
৩৬. সুভাষচন্দ্র বসু কত সালে সিভিল সার্ভিস প্রত্যাখ্যান করে দেশে ফেরেন?
উ) ১৯২১ সালে।
৩৭.সুভাষচন্দ্র বসুর পৈত্রিক বাড়ি কোথায়?
উ) সুভাষগ্রাম ( কোদালিয়া গ্রাম) দক্ষিন ২৪ পরগনা।
৩৮. সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতার মেয়র হন?
উ) ১৯৩০ সালে।
৩৯. Indian Struggle বইটি কার লেখা?
উ) সুভাষচন্দ্র বসুর লেখা।
৪০. Indian Struggle বইটি কত সালে প্রকাশিত হয়?
উ) ১৯৩৫ সালে।
৪১. ফরওয়ার্ড পত্রিকা কে প্রতিষ্ঠা করেন?
উ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
৪২. ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উ) সুভাষচন্দ্র বসু।
৪৩. তরুণের স্বপ্ন কার লেখা?
উ) সুভাষচন্দ্র বসু।
৪৪. সুভাষচন্দ্র বসুর মেজদার নাম কি ছিল?
উ) শরৎচন্দ্র বসু।
৪৫. কাকে Patriot of Patriots বলা হয়?
উ) সুভাষচন্দ্র বসুকে।
৪৬. সুভাষচন্দ্র বসুকে কে ‘Patriots of Patriots ‘ উপাধি দিয়েছিলেন?
উ) গান্ধিজি।
৪৭. সুভাষচন্দ্র বসু কখন ফরওয়ার্ড ব্লক গঠন করেন?
উ) ১৯৩৯ সালের ৩ মে।
৪৮. ফরওয়ার্ড ব্লকের প্রথম সভাপতি কে ছিলেন?
উ) সুভাষচন্দ্র বসু।
৪৯. ফরওয়ার্ড ব্লকের প্রথম সহ- সভাপতি কে ছিলেন?
উ) সর্দার শার্দুল সিং কাভিশ।
৫০. কার নির্দেশে সুভাষচন্দ্র বসুকে বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়?
উ) গান্ধিজির নির্দেশে।
৫১. কবে সুভাষচন্দ্র কে বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়?
উ) ১৯৩৯ সালের ১১ আগস্ট।
৫২. সুভাষচন্দ্র বসু কত সালে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন?
উ) ১৯৩৮ সালে।