One Nation One Election: এক দেশ ; এক নির্বাচন আসলে কি? কোন পক্ষ জয় হয়েছে ? মানুষেরা কি কি সুবিধা পাবেন!
এক দেশ এক নির্বাচন কী?
_✍🏻The Union cabinet approved the 'One Nation, One Election' Bill. The bill to allow simultaneous Lok Sabha polls and state assembly elections is high on the government's agenda and could be tabled in the ongoing winter session..._
এক দেশ এক নির্বাচনের নিয়ম চালু হলে আপনার বা সরকারের কি সুবিধা পাওয়া যাবে..?
- কমবে নির্বাচনের খরচ। প্রতি নির্বাচনে বিপুল টাকা ব্যয়ের বোঝা হালকা হবে। এতে সাশ্রয় হওয়া অর্থ দেশের উন্নয়নে ব্যবহার করা হবে। দেশের জিডিপিও বাড়বে।
- প্রশাসনিক দক্ষতা ও কার্যক্ষমতাও অনেকাংশে বাড়বে। লোকসভা বা বিধানসভা প্রতিটি নির্বাচনের সময়ে বহু সরকারি কর্মীকে কাজে লাগানো হয়। এতে প্রভাব পড়ে প্রশাসনিক কাজে। যদি একই সময়ে নির্বাচন হয়, তবে প্রশাসনিক কাজে প্রভাব কম পড়বে। লোকবল ও সময় বাঁচবে।
- কেন্দ্র ও রাজ্য সরকারের নীতি এবং কর্মসূচির বাস্তবায়নের ক্ষেত্রেও এই নীতি সহায়ক হবে।
- এক সময়ে গোটা দেশে নির্বাচন হয়, তবে বিভিন্ন সময়ে নতুন প্রকল্প চালু করার ক্ষেত্রে কোনও সমস্যা তৈরি হবে না।
- গোটা দেশে একসঙ্গে নির্বাচন হলে ভোটারদের মধ্যে তার ভালো প্রভাবই পড়বে। সকলে একসঙ্গে ভোট দেবেন। এতে বাড়বে ভোটের হারও।
- এবার দেখার বিষয় কতটা লাভবান হয়।
- ইত্যাদি।।
কোন পক্ষের জয় হয়েছে... ?
'এক দেশ এক নির্বাচন' এর শেষ পর্যন্ত বিরোধী পক্ষের তোলা ‘ডিভিশনের’ দাবি মেনে ‘এক দেশ এক ভোট’ বিল পেশ নিয়ে মঙ্গলবার ভোটাভুটি হল লোকসভায়। বিলের পক্ষে ভোট দিলেন সরকার পক্ষের ২৬৯ জন সাংসদ। বিপক্ষে ১৯৮ জন।
জেনে রাখা ভালো যে এই বিল প্রায় ২০৩০ সালের পর কার্যকর কর হতে পারে বলে জানা গেছে।।।
নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই পেজটিতে ধন্যবাদ।
shankar official website