এই বছরের সবচেয়ে আলোচিত স্কিম হল “laxmi bhandar scheme”, এই স্কিমের জন্য আবেদন পত্র জমা নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্য জুরে। এবার যেহেতু এই Laxmi bhandar নিয়ে আবেদন পত্র বেশি জমা পরছে,তাই কিভাবে এই স্কিমের জন্য application status check করা যাবে সেই নিয়ে আবেদনকারীদের প্রশ্ন ও আসছে। আজকের এই পোষ্টের মাধ্যমে জানবো যে এই Laxmi bhandar application status check কি সত্যই চেক করা সম্ভব ?
official website Lakshmi vandar application status chake_online এইমাত্র একটি ওয়েবসাইট সামনে এসেছে লক্ষ্মী ভান্ডার নিয়ে
Official website Lakshmi vandar application status check 👉👉- 
click now  
কিন্তু ওয়েসাইটটি টিতে ক্লিক করে এখনও কোনও তথ্য জানতে পারা যাচ্ছে না। আমরা ১০০% sure নয় এই ওয়েসাইটটি নিয়ে।
আপনরা ইচ্ছা করলে চেক করতে পারেন। আমরা চেষ্টা করছি সঠিক খবরটি নেওয়ার যে আদতে এই ওয়েসাইটটি দিয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস সত্যিই চেক করা যাবে কি না !! যদি কোনও স্ট্যাটাস চেক নিয়ে কোনও নিউজ বা তথ্য সামনে আসে তাহলে সেটা শেয়ার করা হবে আপনদের সঙ্গে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। আবেদন করার পর আবেদন পত্রটি জমা পরলে একটি মেজেস আসবে ফোনে । নীচে ছবি দেওয়া হল।
Laxmi_bhandar_application_status_check
মেসেজে লেখা থাকবে যে আপনি Lakhi Bhandar scheme এর জন্য যে আবেদন করেছে সেই আবেদন পত্রটি গ্রহন করা হয়েছে এবং আপনার অ্যাপ্লিকেশন আইডি হল দিয়ে নাম্বার দেওয়া থকবে । পরে এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার যাবতীয় কাজ হবে।
তবে এই মেসেজ আসা মানেই এই নয় যে আপনি এই Lakhi Bhandar scheme এর জন্য মাসে ৫০০/১০০০ টাকা করে পেয়ে যাবেন। কারণ যে অ্যাপ্লিকেশনটি আপনি জমা করলেন সেই অ্যাপ্লিকেশনটি ভালো ভাবে আধিকারিকরা দেখবে । পরে যদি কোথায় কোনও ভুল না থাকে তাহলে ফের আপনার দেওয়া মোবাইল নাম্বারের একটি নতুন মেসেজ আসবে। সেখানে লেখা থাকবে যে আপনার আবেদন পত্রটি গ্রহন করা হয়েছে !! আপনি আপনার কাস্ট অনুসারে মাসে ৫০০ বা ১০০০ টাকা করে আপনার ব্যাঙ্ক একাউন্টে পাবেন।
মোবাইলে যে Application Numbers টা আসছে সেটা ভালো করে রেখে দেবেন কারণ আপ্লিকেশন নিয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে ঐ আপ্লিকেশন নাম্বার দিয়ে। *এখন আপনাকে কিছু চেক করতে হবে না ,সরকার পর পর প্রসেস আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেবে। সবসময় নিজের মোবাইলটি সঙ্গে রাখবেন।
Tegs-
Laxmi bhandar application status check:- Here we discuss all the details updates about Laxmi bhandar application status check. West Bengal Govt launches many schemes, but one of the most highlighting scheme is “Laxmi Bhandar Scheme”. This Scheme is launched by Honer-able CM Mamata Banerjee this month. As the application for this laxmi bhandar schme was already started via “Duare Sarkar Camp” on and from 16 August, the applicants are eagerly waiting to know how they check their application status.