পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন এলাকার এবার নিয়োগ হতে চলেছে রেশন ডিলার। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা আরো নানান গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত নিম্নে আলোচনা করা হয়েছে ..🔍
1. EDUCATION QUALIFICATION:-
EDUCATION QUALIFICATION |
AGE LIMIT |
MADHYAMIK PASS OUT |
18-45 |
তাছাড়া SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি :-
১. প্রথমত আপনাকে FOOD AND SUPPLY DEPARTMENT এর ওয়েবসাইট ভিজিট করুন। তারপর আপনি APPLY FOR FPS DEALERSHIP অপশন এ পাবেন ।
২. এরপর SEARCH AREA তে ক্লিক করুন সেখানে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন । তারপর আপনি Select office এ গিয়ে অফিস সিলেক্ট করেন এবং Sub-divisions ofice Select করবেন অপনার সামনে চলে আসবে আপনার এলাকায় কত গুলো এবং কোন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছেন।
৩. এরপর আপনি ডাউনলোড নোটিফিকেশন অপশন এ গিয়ে আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন।
কীভাবে ONLINE APPLICATION করবেন:-
WB Ration Dealer Recruitment 2024
১. APPLY অপশন এ ক্লিক করুন এখানে আপনাকে নতুন পেজে নিয়ে যাবে তারপর আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন । এবং সেই মোবাইল নাম্বারে একটি OTP পাঠানো হবে ওটিপি দিয়ে সাবমিট করবেন।
২. আপনার সামনে From খুলে যাবে এখানে দেবেন নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স পোস্ট প্রেফারেন্স অর্থাৎ যে জেলার যে রেশন দোকানের জন্য আবেদন করছেন ইত্যাদি তথ্য।
৩. অপনার এলাকার জমির তথ্য গুলো দিবেন অপনার জেএল নম্বর কত? মৌজা কোথায় ইত্যাদি।
৩. তারপর নিজের পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং আরো কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে বলবে, করে ফেলুন।
8. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে নিজের আবেদন সম্পন্ন করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
DOCUMENT REQUIRED |
1. MADHYAMIK ADMIT CARD |
2. MADHYAMIK MARKSHEET |
3. MADHYAMIK CERTIFICATE |
4. VOTAR CARD
|
5. RATION CARD |
6. PAN CARD |
7. LAND RECORD |
8. OTHERS
|
* MUST IMPORTANT LAND INFORMATION * |
1. GODOWN 400 SQUARE FEET |
2. DEALER OFFICE 200 SQUARE FEET
|
LAST DATE FOR APPLICATION:- |
01/09/2024 |
OFFICIAL WEBSITE NAME |
FOOD AND SUPPLY DEPARTMENT OF WEST BENGAL |
LINK |
CLICK HERE |